ঢাকাTuesday , 26 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষানীর বসতঘর পুড়ে ছাই, গ্রেফতার এক।

দেশ চ্যানেল
August 26, 2025 12:27 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট

বাগেরহাটে মোরেলগঞ্জের পল্লীতে গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে কৃষানীর বসত ঘর সম্পূর্ন পুড়ে ছাই। ৫ লক্ষাধিক টাকার ক্ষতি। এ ঘটনায় মঙ্গলবার থানা পুলিশ মোশারেফ শেখ (৬০) নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

এ ঘটনায় সোমবার ভুক্তভোগী কৃষানী রেনু বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামের কৃষানী রেনু বেগম রবিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাবার শেষ করে পাশে মায়ের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেখতে পায় তার বসত ঘরটি আগুনে জ¦লছে এবং একটি লোক দৌড়ে যাচ্ছে। তৎক্ষনিক ডাকচিৎকারে স্থানীয় আশে পাশে লোকজন এসে আগুন নিবানোর চেষ্ট করলে ততক্ষনে সম্পূর্ন ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার গৃহে থাকা মালামাল সহ ৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

ক্ষতিগ্রস্থ রেনু বেগম অঝোঁড়ে কেঁদে বলেন, এভাবে কি শত্রুতা করে কেউ। পড়নের শুধু কাপড় টুকু রয়েছে, বৃদ্ধ মা প্রতিবন্ধি ছেলে দুপুরের খাবারও জোটেনি ঘরে থাকা চালও পুড়ে গেছে কোন খাবার নেই কি রান্না হবে। এসএসসি পড়–য়া মেয়ের বই খাতাও পুড়ে গেছে কি করবো মাথায় কিছু ধরেনা।

প্রতিবেশি মোশারেফ শেখের সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে শত্রতাবসত আগুন দিয়ে ঘরটি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় বিচার দাবি করেন প্রশাসনের কাছে তিনি।

এদিকে মোশারেফ শেখের মেয়ে লিজা বেগম বলেন, রাতে আগুন লাগার পরে তার পিতাসহ তারা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। অথচ তার পিতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে। তার পিতা এ ঘটনার সাথে জড়িত নয়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মো. মতলুবর রহমান বলেন, চিংড়াখালীতে বসতঘরে আগুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মোশারেফ শেখ নামের একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST