ঢাকাWednesday , 27 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে ছাত্রলীগ ও শ্রমিকদল নেতাসহ চার যুবক আটক।

দেশ চ্যানেল
August 27, 2025 11:34 am
Link Copied!

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন শ্রমিকদল নেতাসহ চারজন যুবককে আটক করেছে ডাসার থানা পুলিশ। আজ বুধবার গভীররাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক মোঃ আসিফ তালুকদার (২৪), নবগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মিলন মল্লিক(২৫), শশিকর বাঘমারা গ্রামের গোপাল মল্লিকের ছেলে বিপ্লব মল্লিক (২৩) ও শশিকর গ্রামের অনিল রায়ের ছেলে অংকন রায়(২৬)।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, আটককৃতরা মাদারীপুরের ডাসার উপজেলার ও গোপালগঞ্জের কোটালিপাড়ার সিমান্তবর্তী এলাকার শশীকর বিলের মধ্যে পরিত্যক্ত একটি উঁচু ভিটায় বর্ষা মৌসুমে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছেন এবং জুয়া চক্রের সাথে তারা জরিত রয়েছেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও শ্রমিকদল নেতাসহ ওই চার যুবককে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সন্দেহে ৪ জন যুবককে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST