শার্শা যশোর প্রতিনিধি
যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে নাভারণ দারুল আমান ট্রাস্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।প্রধান বক্তা ছিলেন মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর যশোর জেলা জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ফারুক হাসান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা এবং সঞ্চালনায় ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি জামায়াতে ইসলামী শার্শা উপজেলা। এ ছাড়া উপজেলা জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের জন্য জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। তারা বলেন, “প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব এবং জনসমর্থনও বৃদ্ধি পাবে।”
এছাড়া সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে পাঁচটি মৌলিক কাজের ওপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে আসন্ন নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।