মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:
র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা জেলার সাভার থানাধীন কলাম নামক এলাকা হতে রাজশাহীর পুঠিয়ায় চাঞ্চল্যকর হত্যাকান্ডের অন্যতম আসামি ফিরোজ (২৫)’কে গ্রেফতার করে ।
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামে ভুট্টা ক্ষেতে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় ।
এজহার মুলে জানা যায়, নিহত ভিকটিম একজন গৃহিণী। গত ২৬/০৫/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকার সময় পালিত ছাগল আনার জন্য উজালপুর বিলে যায়। ছাগল নিয়ে বাড়ী না আসলে নিহত ভিকটিমের ছেলে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে উজালপুর বিলে যায় এবং তার মায়ের পালিত ০২ টি ছাগল বাধা অবস্থায় দেখতে পায়। তখন মাকে না পেয়ে খোঁজা-খুঁজির একপর্যায়ে এজাহারে উল্লেখিত ০৬ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামস্থ জনৈক ইদ্রিস এর ভুট্টা ক্ষেতের মধ্যে একজন মহিলার ওড়না দ্বারা মুখ ও গলা পেঁচানো অবস্থায় লাশ পাওয়া যায়। তখন ভিকটিমের ছেলে ওড়না সরিয়ে তার মায়ের লাশ সনাক্ত করে। ভিকটিমকে ইং-২৬-০৫-২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকা হতে রাত ২০.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় উক্ত ঘটনাস্থলে অজ্ঞাতনামা কারণে হত্যা করেছে বলে ভিকটিমের ছেলে জানায়।নারকীয় হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি করে।
এ ঘটনায় পুঠিয়া থানায় নিহত ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করে।র্যাব ৫ জানান আসামিকে সংশ্লিষ্ট থানা জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।