মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার শিকারমঙ্গল এলাকার বিলে দীর্ঘদিন যাবত স্থানীয় জেলেরা অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনের দিক নির্দেশনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্তের নেতৃত্বে আনসার বাহিনীর সহযোগিতা অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন। পরে আগুন জ্বালিয়ে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, উপজেলার সকল স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।