ঢাকাThursday , 28 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বিদ্যালয়ের আয়ার পরিবারকে পুলিশে দেয়ার হুমকীর অভিযোগ।

দেশ চ্যানেল
August 28, 2025 12:03 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে কালকিনিতে একটি বিদ্যালয়ের আয়ার পরিবারকে পুলিশে দেয়ার হুমকীর অভিযোগ পাওয়া গেছে একই বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো: জাহিদুল রহমান (জাহিদ) এর বিরুদ্ধে। উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমীতে ঘটে এ ঘটনা। এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ক্লাসরুম ঝাড়– দেওয়াকে কেন্দ্র করে শরীর চর্চা শিক্ষক জাহিদুল রহমান এর সাথে একই বিদ্যালয়ের আয়া সালমা বেগমের কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষক জাহিদুল রহমান আয়া সালমা বেগমকে থাপ্পড় দিতে এগিয়ে আসে এবং গলাধাক্কা দিয়ে স্কুল থেকে বেড়িয়ে যেতে বলে। তখন স্কুলের আয়া সালমা বেগম বলে আমার অপরাধ কি? একথা বলার সাথে সাথে জাহিদুল রহমান ক্ষিপ্ত হয়ে আয়া সালমা বেগমকে বলে তুই স্কুল থেকে বেড়িয়ে যাবি তোর কোন বাপ থাকলে তা নিয়ে আয়। আয়া সালমা বেগম বিষয়টি তার স্বামীকে জানান । এ ঘটনা তার স্বামী আজিবর প্যাদা জানার পরে সাথে সাথে স্কুলে এসে শিক্ষক জাহিদুল রহমানের কাছে জানতে চায় আমার স্ত্রীর অপরাধ কি? আমার স্ত্রীকে আপনি কেন গায়ে হাত দিতে ও গলাধাক্কা দিয়ে বের করতে চাইলেন। আপনি কি আমার স্ত্রীকে মারতে পারেন কি না? তখন স্কুল চলাকালিন সময়ে শিক্ষকদের উপ¯ি’তিতে শরীরচর্চা শিক্ষক জাহিদুল রহমান আয়া ও আয়ার স্বামীর সাথে বাজে ভাষা ও দুজনকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় বলে জানাযায়।

কান্না জরিত কন্ঠে আয়া সালমা বেগম বলেন, আমরা গরিব মানুষ কিš‘ আমাদের তো এ সমাজে আত্মসম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। আমাকে জাহিদ স্যার ক্লাসরুম ঝাড়– দেয়াকে কেন্দ্র করে ছাত্র- ছাত্রীদের এবং অভিভাবকদের সামনে আমাকে চর-থাপ্পড়, গলাধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিবে এবং আমাকে বলে তোর কেন বাপ আছে তাকে নিয়ে আয়? এমনকি অন্যান্য শিক্ষকদের সামনে আমার স্বামী ও আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়।

অভিযুক্ত শিক্ষক জাহিদুর রহমান বলেন, আয়া আমার পুত্রবধু। তবে যা হয়েছে তা মিটে গেছে। আপনারা এখন আয়ার কাছ থেকে জেনে নিয়েন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST