সরদার রইচ উদ্দিন টিপু
জাতীয় নির্বাচন কমিশনের সচিব ২৮ আগষ্ট বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন। নির্বাচনী রোড ম্যাপ ঘোষণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়বাদী সমমনা জোটের সকল নেতা কর্মী স্বাগত জানিয়েছেন। পাশাপাশি জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্ময়ক ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন দীর্ঘ ১৭ বছর পর স্বাধীন নির্বাচন কমিশন তাদের ইচ্ছা মত ত্রয়োদশ নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা করেছেন। আমরা আশাবাদী ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে এদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা কিছু করার প্রয়োজন তা নির্বাচন কমিশন করবে। তিনি আরো বলেন এই নির্বাচনী রোড ম্যাপ ঘোষণায় আমার দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং নড়াইল বাসীর পক্ষ থেকে ইসি সচিবকে স্বাগত জানায়।