বিপ্লব কুমার দাস।। জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের ভাংগা উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নদীর পাড় এলাকা থেকে দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে স্থানীয় এলাকাবাসী তাঁদের আটক করে ভাংগা থানা পুলিশের কাছে সোপর্দ করে।গাজাঁ ব্যবসায়ীদের কাছ থেকে তিনশত গ্রাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো— রাম ও নাসির তাঁরা উভয়ে ঘারুয়া ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্ব সদরদী সেলুনের দোকানকে কেন্দ্র করে ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল তারা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে আজ দুপুরে এলাকাবাসী দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।