চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে শিশু স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আলিফ হোসেন উপজেলার সুবলপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে ও সুবলপুর রংধনু প্রিক্যাডেড স্কুলের ২য় শ্রেনীর ছাত্র। ৩০ শে ( শনিবার) বেলা ১১টার দিকে সুবলপুর গ্রামে প্রতিবেশি মোশারফ হোসেনের বাড়ীর ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
প্রতিবেশিরা ও শিশুটির দাদা আবু বকর মাষ্টার জানায়,বেলা ১১টার দিকে আলিফ ও তার এক বন্ধু মোশারফ হোসেনের বাড়ীর দ্বীতীয় তলার ছাদে উঠে খেলা করছিল।খেলার এক পর্যায়ে আলিফ ওই বসত বাড়ীর ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎতের মেইন লাইনের তারে তার হাতে থাকা বাসের কাচা কুনচি দিয়ে তারে বাড়ী দিলে সে স্পৃষ্ট হয়ে তারের সাথে ঝুলে থাকে। পাশের বাড়ীর লোকজনসহ আলিফের মা ছুটে গিয়ে বিদ্যুৎতের তারে ঝুলে থাকা অবস্থায় তার পরনের প্যান্ট ধরে টান দিলে সে পড়ে যায়। তখন তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বর্হিবিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মহিবুল্লাহ পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।তিনি বলেন,হাসপাতালে আনার আগেই তার মৃতু হয়েছে।