তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।।
ডুমুরিয়ায় বৃদ্ধ মাকে মারপিট, বসত বাড়িঘর ভাঙচুর ও গাছ কর্তনের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যা রাতে ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা গেছে মালতিয়া গ্রামের মৃত আঃ রহিম শেখে ছেলে ইসলাম শেখ (৬০) ও তার সহোদর আবুল বাসার শেখ (৪০) এর সাথে জমিজমা নিয়ে চলে আসছিল। তারই জেরে পূর্বপরিকল্পিত ভাবে ইসমাইল শেখের নেতৃত্বে তার ছেলে আবু বক্কার (২৫) ও হুসাইন শেখ (১৮) সহ ৪/৫ ব্যাক্তি তাদের হাতে থাকা বাঁশেরলাঠি লোহার রড ও ধারালো দাঁ নিয়ে ভিকটিমের বাড়িতে অনাধিকার প্রবেশ করে আর্তর্কিত আম,জাম কলা,সুপারি,
কামরাঙাসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কাঁটতে থাকে। এসময় বৃদ্ধ মা বাঁধা দিতে গেলে তাকে টেনে হেঁচড়ে এলোপাতাড়ি মারপিট করে বীর দর্পে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায় তারা। মারপিটের শিকার বৃদ্ধ মাতা গুরতর আহত হন। আহতকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেয়া হয়েছে।এঘটনায় আহত ভুক্তভোগী মাতা আলেয়া বেগম (৮৫) জানান,অন্য ছেলেদের ফাঁকি দিয়ে বড় ছেলে ইসমাইল ওর বাবার কাছ থেকে প্রতারনার করে জমি লিখে নিয়েছে। এসকল নানা চিন্তায় আমার স্বামী মৃত্যু বরণ করেছে।
আমি বৃদ্ধ মানুষ আমাকে কোন দিন এক মুঠো ভাত খেতে পর্যন্ত দেয় না।অভিযুক্ত ইসমাইল হোসেনের মুঠোফোনে জানতে চাইলে গাছ কাটার বিষয় সত্যতা স্বীকার করেছেন। তবে মাকে মারপিটের বিষয়টি অস্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।