সুলাইমান পোদ্দার তজুমদ্দিন।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে নির্বাচনী হাওয়া ইতোমধ্যে বেশ জমে উঠেছে। এ আসনে প্রচারে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।
প্রতিদিন সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনা করছেন তিনি। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের , বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন । বিকাল ৪ টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওঃ মোঃ নোমান নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগে অংশ নিয়ে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যা শোনেন। একই সঙ্গে ভোট পেলে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন,“জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। আল্লাহ আমাকে সুযোগ দিলে লালমোহন ও তজুমদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।”
স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে নিজামুল হক নাইম ইতোমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন।
গণসংযোগে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান, মলংচড়া ইউনিয়ন সভাপতি মাষ্টার জাকির হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নিজামুল হক নাইমের প্রচারণার ধরন এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ আগামী নির্বাচনে তাকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে।