রাসেল কবির কাজিরহাট থানা প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দ পুর ও ভাষানচরের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকায় দফাদার হাট বাজারে সাবেক সংসদ সদস্য বরিশাল উত্তর জেলার সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের আগমন উপলক্ষে গণসংযোগ ও পথ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি তো করেন ভাসানচর ইউনিয়নের বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম বাবলু চৌধুরী। প্রধান অতিথি হিসাবে পথ সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাটের ভবিষ্যতের রূপকার। সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ। বরিশাল জেলার বিএনপি’র প্রবীণ নেতা এবাদুল হক চান, মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র রকিবুল ইসলাম লাবু। বরিশাল উত্তর জেলার কৃষকদলের আহ্বায়ক নলি জামাল হোসেন।কাজিরহাট থানা প্রেস ক্লাব সভাপতি এস এম শাহ আলম, সাধারণ সম্পাদক রাসেল কবির বিদ্যানন্দপুর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল সহকারে বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ইদ্রিস ও বিদ্যানন্দপুর ইউনিয়নেয বিএনপি নেতা ইউপি সদস্য আলী হোসেনের নেতৃত্বে। সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদকে নিয়ে। বিদ্যানন্দপুর ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করে। বিকাল পাঁচটায় ভাসানচর ইউনিয়নে পথসভা করেন। প্রধান অতিথি বক্তব্যর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন। মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে। চাঁদাবাজ মাদকমুক্ত এলাকা। গঠন করার আশ্বাস দেন।