ঢাকাMonday , 15 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ইউনিয়ন বিএনপির সেক্রেটারির মারধরে ওয়ার্ড বিএনপির নেতা আহত।

দেশ চ্যানেল
September 15, 2025 4:02 pm
Link Copied!

মাধবপুর প্রতিনিধি,,

হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের মারধরে ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নেতা ফারসু মিয়া আহত।

বুধবার (৩ সেপ্টেম্বর)বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে ব্যানাড় ধরাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

আহত ফারসু মিয়া জানান, বিষয়টি তিনি উপজেলা এবং পৌর বিএনপির সিনিয়র কয়েকজনকে জানিয়েছেন। তিনি এ ঘটনায় কোন রকম বিচার না পাওয়াতে হতাশা প্রকাশ করেছেন।

ইউনিয়ন বিএনপির একাধিক নেতা জানান,প্রতিষ্টা বার্ষিকীর প্রোগ্রামে আমরা সবাই পৌরসভার নতুন রাস্তা নামক স্থানে একত্রিত হয়।ঐ মিছিলে আনোয়ার হোসেন সহ আমরা অনেকেই ছিলাম ফারসু মিয়াও ছিল।মিছিল বের হওয়ার সময় ফারসু মিয়াকে কয়েক জনে বলল ব্যানাড় ধরার জন্য সে ধরতে রাজি ছিল না,২/৩ জনে বলার পর সে ব্যানাড় ধরল। ব্যানাড় ধরার পর যখন মিছিল বের হবে তখন আনোয়ার হোসেন এসে ফারসু মিয়াকে ঘুষি মারতে শুরু করল তখন সবাই কি হইছে জানতে চাইলে আনোয়ার হোসেন বলল সে এই ব্যানাড়ে কেন ধরল তাই তাকে ঘুষি দিয়েছি।আঘাত প্রাপ্ত ফারসু লজ্জায় হতবিহ্বল হয়ে চুপ করে রইলেন তখন সিনিয়র কয়েকজনকে বিষয়টা অবগত করেন এবং চিকিৎসা নেন।

নিজ দলের নেতার হাতে মারধরের শিকার ফারসু মিয়া দুঃখ করে বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ও অনেক কষ্ট করেছি। এখন নিজের দলের নেতার কাছে নিরাপদ নই।আমি গরিব মানুষ এখন পর্যন্ত অনেক টাকার ঔষধ খাইছি কিন্তু বুকের বাম সাইডে আঘাতটা এখনো ভাল হয়নি,আমি টাকা জোগাড় করে সিলেট চিকিৎসার জন্য যাওয়ার চিন্তা করতেছি।ব্যথাটা দিনের পর দিন বাড়তেছে।

তিনি আরও বলেন, ‘হামলাকারীর বিচারের ভার আমি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। দলীয় নেতারা হামলাকারীর বিচার করবে বলে আমার মনে হয় না।কারণ উনি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আর আমি ওয়ার্ড বিএনপির একজন নগন্য কর্মী,উনি যে ভাবে মানুষের কাছে বলাবলি করে উনার শক্তির কথা তাতে আমি আর কোথায় বিচার পাব,সন্ধ্যার পর থানায় উনাদের আসা যাওয়া ঐখানেও তো কোন রকম বিচার পাব না।কিছু দিন আগে আমার কাছ থেকে ফয়সাল সাহেবকে এমপি চাই,ব্যানাড় বানাবে বলে ৬০০/- টাকা নিছে ২*৩ একটা ব্যানাড় আমাকে বানিয়ে দিছে যার মূল্য খবর নিলাম ২০০ টাকা আমার বাকী টাকা কোথায়? এই ভাবে অসংখ্য ওয়ার্ড নেতাদের কাছ থেকে টাকা নিয়েছে শুনলাম।এমন করলে আমাদের মত মানুষ রাজনীতিতে যাওয়ার কোন দরকার নাই বলে মনে করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST