মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
হবিগঞ্জ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের প্রধান রাস্তার কাঁদা মাটিতে ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামত করছেন মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম।
মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম ব্যক্তিগতভাবে ভালো ভালো কাজ করে থাকেন মাধবপুর উপজেলায়,বিশেষ করে তার ইউনিয়ন আদাঐরের বিভিন্ন গ্রামে।
এবার স্বেচ্ছাসেবক দলের এই নেতা নিজে আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের প্রধান রাস্তার বিভিন্ন ভাঙাচোরা মেরামত করে দিলেন। কয়েক ট্রাক ইটের খোয়া দিয়ে তিনি এই ভাঙাচোরা রাস্তার মেরামত করেন। গত কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়। আর এই বৃষ্টির মধ্যেই তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তাগুলো মেরামতের কাজে হাত দেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম বলেন,আদাঐর ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কয়েক ট্রাক ইটের খোয়া নিয়ে এসে নিজে ব্যক্তিগতভাবে রাস্তা মেরামতে হাত দিই।এই রাস্তা দিয়ে শত শত মানুষ আসা-যাওয়া করবে। তাদের কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাগুলো সংস্কার করে দিলাম। আশা করি এখন থেকে মানুষের আর কষ্ট পেতে হবে না।
এই গ্রামের মানুষ গুলো বলেন,এখানে অনেক দিন যাবত কাঁদা মাটি ছিল আল আমিন এই কাজটি করে দেওয়াতে অনেক ভাল হয়েছে,আমরা ভাল ভাবে চলাচল করতে পারব।এই কাজটি না শুধু, সে সকল ভালো কাজেয় আমাদের সাপোর্ট দেয়।