মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে এক অসাহায় পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ আগস্ট নাজমা বেগম বাদি হয়ে ডাসার থানা এ মামলাটি দায়ের করেন।
ভুক্তভোগীরা জানায় উক্ত ঘটনার সময় আমরা কেউ এলাকায় উপস্থিত ছিলাম না।
মামলা সুত্রে জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিন মাইজপাড়া গ্রামের সেলিম ফকিরকে গত ২৩ আগস্ট রাতে কুপিয়ে জখম এর অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ সহ ৪/৫ অজ্ঞাত রেখে ডাসার থানা একটি মামলা করেন।
উক্ত মামলায় ভুক্তভোগীরা বলেন, সেলিম ফকির এর বাড়ি আর আমাদের বাড়ি একই এলাকায়।
তাদের সাথে আমাদের পূর্ব থেকে বিরোধ ছিল। তারই জেরে আমাদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করেছে। ঘটনার সময় আমরা কেউ এলাকায় ছিলাম না। মামলায় যে দিন ও সময় উল্লেখ করেছেন বাদি,ওইদিন ও সময় আমরা পাশ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা দক্ষিন পাড় ছিলাম। তাহলে আমরা কি ভাবে তাকে কুপিয়ে জখম করলাম।
পুলিশের কাছে আমরা ন্যায় বিচার চাই,তারা যেন আমাদের মোবাইলের লোকেশন যাচাই করে দেখেন আমরা কোথায় ছিলাম। সেলিম ফকির নিজের শরীরে ব্লেড দিয়ে হালকা কেটে হাসপাতালে ভর্তি হয়ে,তার স্ত্রীকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় ডাসার থানায় একটি মামলা রুজু করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাস্থা গ্রহন করা হবে।