হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের বিরুদ্ধে নানা বিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে হাসপাতাল কমপ্লেক্সে একটি সংবাদ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকরা গেলে পূর্ব পরিকল্পিতভাবে কর্মকর্তার কক্ষে বসে ৩ সাংবাদিককে লাঞ্ছিত ও টানাহেচড়া করে তাদের নিকট থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় হিসাব রক্ষক ও তার বাহিনী। এ ঘটনায় (২৩ সেপ্টেম্বর সোমবার) রাতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল বাদি হয়ে হাসপাতালের হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন যার মামলা নং-১৬, তারিখ-২৩.৯.২০২৫।
এদিকে সাংবাদিকদের লাঞ্ছিতের প্রকৃতঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের মেয়ে মরিয়ম আক্তারকে দিয়ে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগ এনে ৩ সাংবাদিকদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেন (যার মামলা নং-১৫, তারিখ-২১.৯.২০২৫)।
জানাগেছে, ঘটনার দিন গত ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে উম্মে সালমা নামে গৃহ শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ, দৈনিক সংবাদ ও দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক ও প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ হাসপাতালে গেলে হিসাব রক্ষকের রুমে তাকে না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তার রুমের মধ্যে প্রবেশ করলে তার উপস্থিতিতেই কিছু বুঝে ওঠার অগেই পরিকল্পিতভাবে হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর, তার মেয়ে ও বহিরাগত ৭/৮ জনের একটি বাহিনী সাংবাদিকদের ওপর চড়াও হয়ে উত্তোজিতভাবে বলেন প্রায়ই দেখছি আপনাদের হাসপাতালে? হাসপাতালে কাজ কি?। এক পর্যায়ে ৩ সাংবাদিককে টানাহেচড়া ও লাঞ্ছিত করে। তাদের নিকট থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে কর্মকর্তার কক্ষেই দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখেন। পরে সাংবাদিকরা নিরুপয় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ-কে মোবাইল ফোনে অবহিত করা হলে তিনি থানা ওসিকে জানালে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন।
উল্লেখ্য, মোরেলগঞ্জ নিজ এলাকায় হাসপাতালের হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেন দীর্ঘদিন বছর ধরে চাকুরী করার সুবাধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। হাসপাতালের আউটসোসিংয়ে কর্মরত (আয়া) পদে শাহিনা বেগমকে চাকুরিচুত্য করে তার মেয়ে মরিয়ম বেগমকে ওই পদে চাকুরিতে যোগদান করেন। এ ঘটনায় হিসাব রক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়েও সংবাদ প্রকাশ হলে তেলে বেগুনে জ্বলে ওঠে হিসাব রক্ষক রেজোয়ান মাতুব্বর। এ ছাড়াও হাসপাতালের নানাবিধ অনিময় ও দুর্নীতির একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন।
এদিকে বাগেরহাট প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেসক্লাব, শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিককের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।