ঢাকাSunday , 28 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ব্যবসায়ী মালেকের ওপর হামলাকারী ফাঁসির দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
September 28, 2025 7:19 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জে ব্যবসায়ী ও শিক্ষানবিশ আইনজীবী আব্দুল মালেকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারী আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮শে সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্বজন, বন্ধু এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে মালেকের ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে খোকন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের নেশায় বুঁদ হয়ে সাধারণ মানুষকে নানা সময়ে নিপীড়নও চালিয়েছে খোকন। বক্তারা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।

আহত মালেকের ভগ্নিপতি ও মামলার বাদি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আহত মালেকের পিতা সাইজুদ্দিন, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফুর রহমান খান রামিল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম খান সজীব, বর্তমান সভাপতি আব্দুল খালেক শুভ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ বাবুসহ আরও অনেকে।

বক্তারা এ সময় বলেন, হামলার সঙ্গে জড়িত খোকনকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে মালেকের স্বজন ও বন্ধুরা উপস্থিত হয়ে মালেকের সুস্থতা কামনা করেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST