মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গোয়াল ঘরের গরু ও ছাগল অন্যান্য জিনিসপত্র সহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার দিবাগত আনুমানিক রাত ১২ টায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় এলাকার দরিদ্র কৃষক চটকু’র বাড়ীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের বাগলের গড় এলাকার শুক্কুর আলীর ছেলে মামুনুর রশীদ মামরুল (৩০) , মতির ছেলে নাহিদ (২০), আঃ সামাদের ছেলে ফারুক (৩০), আবুল হাসেম এর ছেলে রফিকুল (৪২) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়।
এ ঘটনায় তৎক্ষনাৎ স্থানীয়রা পানি দিয়ে নেভানোর চেষ্টা করে ও ব্যার্থ হয় এবং মাদারগঞ্জ ফায়ার সার্ভিস,সেনাবাহিনীর টিম, মডেল থানা পুলিশ এসে পরিদর্শন করেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক চটকু জানান একই এলাকার মামরুল,নাহিদ,রফিকুল ও ফারুক জমি সংক্রান্ত বিরোধের জের এ আমাদের গোয়াল ঘরে আনুমানিক ১২ টার সময় আগুন লাগিয়ে দৌড়ে চলে যায় তখন তার নাতি আনন্দ দেখে ফেলে তাদের। গরু-বাছুর ও ছাগল এবং ঘরসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার। সরকারের সহযোগীতা কামনা করছি এবং অগ্নিকান্ডের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার চাই।
একই বাড়ীর শাহ আলম (৪৫) এবং আনন্দ মিয়া (১৮) জানান-আগুনের লেলিহান দেখে আমরা ঘর থেকে বের হয়ে দেখি মামরুল (৩৫), রফিকুল ইসলাম (৪২) কে নাহিদ ইসলাম (১৯)কে দৌড়ে যেতে দেখিছি।
ওই এলাকার প্রতিবেশী আবুল হোসেন ও বিল্লেত আলী এবং আইনল হক জানান অগ্নিকান্ডের ঘটনা দেখে দৌড়ে গিয়ে নেভানোর চেষ্টা করে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার চাই।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছিল নিভিয়ে ফেলে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের এর প্রস্তূতি চলছে বলে বাদী পক্ষ জানিয়েছে ।
এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা নিভানোর চেষ্টা করেছে তখনো কয়েক জায়গায় আগুন জ্বলছিল সে গুলো বন্ধ করি।