স্টাফ রিপোর্টার, বগুড়া
পূজা ও অঞ্জলীর মাধ্যমে শুরু হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) শুভ বিজয়া দশমী। এর মাধ্যমে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায় এর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন মন্দিরে চলছে দেবী বিদায়ের প্রস্তুতি। দশমীর এই দিনে ভক্তদের মনে বিষাদের ছায়া। তারা বলছেন, বিদায়ের দিনে মায়ের কাছে তাদের চাওয়া, সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন, শঙ্কা উড়িয়ে এবারের পূজা নির্বিঘ্নে পালন করতে পারছেন তারা।
এ বছর দেবী দোলা বা পালকিতে চড়ে মর্ত্যলোক থেকে স্বর্গালোকে গমন করবেন। এর আগে দেবী মহাসপ্তমীর দিনে গজে চড়ে আগমন করেছিলেন।
আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিত্রালয় মর্ত্যলোক ত্যাগ করে স্বামীগৃহ কৈলাশ বা দেবালয়ে ফিরে যাবেন।