ঢাকাThursday , 2 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাঁচপুর সেতুতে ভয়াবহ দুর্ঘটনা,দুই চালকের করুন মৃত্যু।

দেশ চ্যানেল
October 2, 2025 8:57 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহতের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার ভোর প্রায় ছয়টার দিকে ঢাকামুখী লেন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন।নিহতদের মধ্যে একজনের নাম রাকিব,বয়স আনুমানিক(৩৫)তার বাড়ি রংপুরে।প্রায় একই বয়সের অপরজনের নাম জানা না গেলেও তার বাড়ি ময়মনসিংহ বলে জানিয়েছে পুলিশ।পুলিশ পরিদর্শক জুলহাস বলেন-তারা দুজনে একই মালিকের ট্রাক চালান। ঢাকামুখী দুটি ট্রাকের একটি মহাসড়কের উপর বিকল হয়ে পড়লে একটি অপরটি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন।এক পর্যায়ে ট্রাকটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজনে আটকে যায়।এরপরই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ভোর ৪টা থেকে পৌনে ৬টার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটেছে।ব্রিজের উপরেই ট্রাক দুটি ছিলো।পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যায়।যে অংশে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।ট্রাকের মালিককে খবর দেওয়া হয়েছে দ্রুত ঘটনাস্থলে আসার জন্যে।এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST