ঢাকাFriday , 3 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের পূর্ণ প্রস্তুতি  ৩০০ আসনে প্রার্থী দিয়ে   জামায়াতের: গোলাম পরওয়ার।

দেশ চ্যানেল
October 3, 2025 5:19 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আগামী নির্বাচনে জামাত ৩০০ আসনের প্রার্থী দিয়ে পূর্ণ ভাবে নির্বাচনী প্রস্তুতি নিয়েছে।’

জামায়াতের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী মাঠে থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দ্বীনকে সংসদে পাঠানোর এখনই উপযুক্ত সময়। এ সময়কে কাজে লাগাতে যারা এক সময়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে আরও সক্রিয় হতে হবে।’

‘সম্প্রীতির টানে শিকড়ের পানে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে খুলনার শিবির নেতা আমিনুল ইসলাম বিমান, শেখ আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, রহমত আলী, আবুল কাশেম পাঠান এবং সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারী রাকিব হোসাইনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST