বিপ্লব সরকার স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় পানির গর্তে পড়ে মাত্র ৩ বছরের শিশু সাজিদ-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুর ১২ ঘটিকায় পাটিচড়া ইউনিয়নের গাহন সারংপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ ওই গ্রামের মামুন রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির আশেপাশে খেলা করার সময় অসাবধানতাবশত প্রতিবেশী রাজু আহমেদের বাড়ির পাশে একটি খোলা পরিত্যক্ত রিং পায়খানার পানির গর্তে পড়ে যায়। পরিবারের সদস্যদের অগোচরে ঘটে যাওয়া এই ঘটনার কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে গর্তের পানিতে তার নিথর দেহ ভাসতে দেখা যায়।
দ্রুত উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।
এমন মর্মান্তিক দুর্ঘটনায় সমস্ত গাহন সারংপাড়া গ্রামে গভীর শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রা খোলা গর্ত বা ডোবা সম্পর্কে আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো.এনায়েতুর রহমান জানান, তারা ঘটনার খবর পেয়েছেন এবং এ বিষয়ে কোন অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।