আমতলী (বরগুনা) প্রতিনিধি : মাসুদ রানা বাশার
বরগুনার আমতলী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ নাসির সিকদার (৪০), পিতা দেলোয়ার সিকদার।মোঃ আরিফ চৌকিদার, পিতা নাসির চৌকিদার।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে আমতলী থানাধীন আরাপাসপাশিয়া তরিকাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় তাদের সন্দেহজনক চলাফেরার কারণে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশিতে ইয়াবা পাওয়া যায়।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমতলী থানা সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।