টিমোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা পুলিশের “সর্বোচ্চ ত্রুটিপূর্ণ গাড়ি আটক কারি অফিসার” হিসেবে টানা তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর ২০২৫) শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এটিএসআই মোঃ শাহাদাত হোসেন। তিনি জেলা ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে এই স্বীকৃতি অর্জন করেন।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শ্রেষ্ঠ অফিসার হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, পিপিএম।
এই সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)জনাব আব্দুল আল মাসুম, টিআই (প্রশাসন) মোঃ আব্দুল হামিদ খান, সার্জেন্ট, টিএসআই ও এটিএসআইসহ সকল সহকর্মীদের প্রতি।
এই স্বীকৃতি মানিকগঞ্জ জেলা পুলিশের দক্ষতা ও আন্তরিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ।