ঢাকাSunday , 12 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জামায়াতের ৫ দফা দাবিতে গণমিছিলে নেতাকর্মীর ঢল।

দেশ চ্যানেল
October 12, 2025 10:18 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়ায় বিশাল গণমিছিল করেছে জামায়াত।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ( ১২ অক্টোবর ) সকালে পৌর পার্কে গণজমায়েত অনুষ্ঠিত হয়। বগুড়া শহর ও জেলা জামায়াত যৌথভাবে এই গণজমায়েত আয়োজন করে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী। বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, শহর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম সরকার, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, আব্দুল হামিদ বেগ, ক্বারী আব্দুল মজিদ, আব্দুস ছালাম তুহিন, এ্যাড. আব্দুল হালিম, হেদাইতুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, জেলা পশ্চিম সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, জেলা পূর্ব সভাপতি জোবায়ের আহম্মেদ প্রমূখ।

গণজমায়েত শেষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের জিরো পয়েণ্ট সাতমাথা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় সমাবেশে মিলিত হয়।

জামায়াতে ইসলামীর শহর ও জেলা শাখার নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

একই সময়ে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক হোসনা আফরোজা স্মারকলিপি গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST