স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ শনিবার (১২ অক্টোবর ) পালশা, বগুড়া সদরের “মুক্তা বেকারি”-তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের চিত্র দেখা যায়। মেয়াদোত্তীর্ণ ও ফেরত আসা বিস্কুট, পাউরুটি, বুন্দিয়া, সিঙ্গারা ইত্যাদি পুনরায় নতুন খাবারের সাথে মিশিয়ে প্যাকেট করার প্রস্তুতি নিচ্ছিল প্রতিষ্ঠানটি। এছাড়াও মেয়াদহীন বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়।
কেক তৈরিতে ভাঙা ও পচা ডিম ব্যবহারের প্রমাণও পাওয়া যায়।
তদন্তে আরও জানা যায়, বেকারিটি কোনো ধরনের অনুমোদন বা মান সনদ ছাড়াই খাদ্য উৎপাদন করে আসছিল।
এ সকল অপরাধের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রশিদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহ আলী, এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন জেলা পুলিশের একটি চৌকস টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।