সুলাইমান পোদ্দার , তজুমদ্দিন প্রতিনিধি
তজুমদ্দিন উপজেলায় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে মোঃ সুমন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর লেফটেন্যান্ট জামাল আহমেদ তুষারের নেতৃত্বে একটি টিম তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর ২নং ওয়ার্ডের আবদুল মুনাফ মিয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে মুনাফ মিয়ার বসতঘরের পিছনের বারান্দা থেকে আনুমানিক ৫০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তজুমদ্দিন থানায় সোপর্দ করা হয়।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, আটককৃত সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সুমন দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল।