মো. আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে শ্বশুর বাড়িতে জামা’ই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে শ্বশুর ও শাশুড়িসহ কমপক্ষে ৭জন লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। অপরদিকে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত পরিবার।
ভূক্তভোগী পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের আলমাছ মোল্লার মেয়ে আফছানার সঙ্গে প্রায় আড়াই বছর আগে একই গ্রামের হাফেজ প্যাদার ছেলে দুলাল প্যাদার আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পরে দুলাল প্যাদা একটি মামলায় গ্রেফতার হন। পরে দুলাল প্যাদার স্ত্রী আফছানা তার বাবার বাড়িতে বসবাস করেন। দুলাল প্যাদা জামিনে বের হয়ে তার স্ত্রীকে তাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করলেও আফছানা তার স্বামীর বাড়িতে আসতে কালক্ষেপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী দুলাল প্যাদা তার লোকজন নিয়ে মঙ্গলবার রাতে স্ত্রীকে তুলে আনতে যান। এতে বাঁধা দিলে দুলাল প্যাদাসহ তার লোকজনের হামলায় শ্বশুর আলমাছ মোল্লা, নানা শ্বশুর সিরাজ ঘরামী, শাশুড়ি নাছিমা, স্ত্রী আফছানা ও স্ত্রীর বড় বোন আরিফা আক্তার তনুসহ কমপক্ষে সাতজন লোক আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। এদিকে এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আলমাছ মোল্লা।
আহত আলমাছ মোল্লা বলেন, আমার মেয়ের জামাই ছাত্রলীগের সাধারন সম্পাদক দুলাল প্যাদা প্রায় দুই বছর আগে জালটাকা, দুইটি আগ্নেয়াস্ত্র ও ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ডিবি পুলিশেল হাতে গ্রেফতার হয়। পরে আমি প্রায় ছয় লাখ টাকা দিয়ে তাকে জামিন করাই। দুলাল জামিনে এসে আমার টাকা না দিয়ে নানান ধরনের প্রত্যারনা করে আসছে। এবং এই ঘটনার পরে আমার মেয়ে আমার বাড়িতে চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে দুলাল প্যাদা তার লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় তাদের হামলায় আমরা ৭ জন লোক আহত হই। তাই আমি তার নামে মামলা করবো।
এই ঘটনা জানার জন্য অভিযুক্ত দুলাল প্যাদার মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেয়া হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।