ঢাকাThursday , 16 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 16, 2025 3:36 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মনতলা রেলস্টেশন প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় নাগরিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন তিনবারের সফল সাবেক মেম্বার ড. মোহাম্মদ লাল মিয়া, এবং সঞ্চালনা করেন সাঈদ বুরহান উদ্দিন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান বাহার, প্রধান শিক্ষক, অপরূপা বালিকা বিদ্যায়তন।

এছাড়া বক্তব্য রাখেন মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৩নং বহরা ইউনিয়ন পরিষদ;শাহিন আলম রিপন, সভাপতি, বহরা ইউনিয়ন বিএনপি এবং শাহজালাল সরকারি কলেজের ছাত্র জনতা।

বক্তারা বলেন, বহরা, চৌমুহনী, আদাঐর, শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের একাংশসহ প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ শিক্ষা, চিকিৎসা ও নানাবিধ প্রয়োজনে মনতলা স্টেশন ব্যবহার করেন। উপজেলা সদর থেকে সবচেয়ে নিকটবর্তী হওয়ায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ মনতলা ও আশপাশের সরকারি কলেজ, বাণিজ্যিক ব্যাংক, এনজিও এবং শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তারাও নিয়মিত এই স্টেশন ব্যবহার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন শত শত যাত্রী মনতলা স্টেশন দিয়ে যাতায়াত করলেও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের শায়েস্তাগঞ্জ বা অন্য দূরবর্তী স্টেশনে যেতে হয়। এতে যাত্রীদের ভোগান্তি, সময় ও অর্থের অপচয় হচ্ছে।

বক্তারা সরকারের প্রতি অতি দ্রুত মনতলা রেলস্টেশনে পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতি ঘোষণার দাবি জানান।

অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST