ঢাকাThursday , 16 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে সরকারি গাছ চুরির অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

দেশ চ্যানেল
October 16, 2025 10:42 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী এলাকায় সরকারি রাস্তার পাশের গাছ চুরি ও এলাকায় ক্রমবর্ধমান চুরি-ছিনতাইয়ের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘিলাতলী আখড়া এলাকায় আবু মিয়ার সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাতলী ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান হাজারী দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার পাশের গাছ চুরি ও চুরি-ছিনতাইসহ একটি অপরাধী চক্র পরিচালনা করে আসছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ শেষে বক্তারা বলেন,এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

এ সময় প্রধান আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন কামাল এবং ৩নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—সরকারি সম্পদ রক্ষা ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST