বিশেষ প্রতিনিধি খুলনা
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে নগরীতে চলাচলকারী ৩২টি অনিবন্ধিত ইজিবাইক আটক করা হয়েছে।
আজ রবিবার (১৯ অক্টোবর) ছিলো অভিযানের প্রথম দিন। নগরীর যানজট নিরসন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম জানান, নগরীর যানজট নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে সকালে অভিযান শুরু হয়। জব্দকৃত গাড়ি জোড়াগেটে ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর মোঃ জাহিদুল ইসলাম, টিএসআই মোঃ রেজাউল করিম, কেসিসির লাইসেন্স অফিসার শেখ মোঃ দেলোয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ পুলিশ সদস্যরা অংশ নেন।