মোঃ আশরাফুল ইসলাম ,মানিকগঞ্জ প্রতিনিধি .
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল।
সোমবার (২০শে অক্টোবর) সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিক্ষোভে বক্তারা জুবায়েদ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা জুবায়েদের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. আই. হিরা ও রাগীব নূর আবির, সাবেক সদস্য মাজিদুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান রিদয়, মো.অনিক,সিফাত হোসেন, মো. সজীব হোসেন, সজীব মোল্লা (রাবেল), সিয়াম খান, আকাশ হাসান ও সিয়াম হাসানসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।