ঢাকাMonday , 27 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগার সাপাহারে পুলিশ পরিচয়ে স্বর্ণালঙ্কার ও অর্থ লুট।

দেশ চ্যানেল
October 27, 2025 11:02 am
Link Copied!

ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর সাপাহারে পুলিশ পরিচয়ে আতঙ্ক সৃষ্টি করে দুইটি আদিবাসী পরিবারের বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে উপজেলার শীতলডাঙ্গা তালতলা আদিবাসী পাড়ায় ৩টি মোটরসাইকেলযোগে ৩ জন ব্যক্তি সাদা পোশাকে পুলিশ পরিচয়ে আদিবাসীদের বাড়িঘরে প্রবেশ করে। তারা স্থানীয় শ্রী মুক্তার কিস্কু নামের এক ব্যক্তির হাতে হাতকড়া পরিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এসময় ভয়ে আতঙ্কিত হয়ে ওই গ্রামের আদিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। সুযোগে পুলিশ পরিচয়দানকারী ওই লুটেরারা শ্রী মঙ্গল কিস্কুর ঘরের সুটকেস ভেঙে গরু বিক্রির নগদ ৭০ হাজার টাকা, দুই জোড়া স্বর্ণের কানের দুল ও এক জোড়া রুপার নূপুর এবং মোক্তার কিস্কুর বাড়ি থেকে ছাগল বিক্রির ১০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

পরে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST