জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে আমাদা কলেজে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ অক্টোবর বিকালে আমাদা কলেজের হলরুমে এই নির্বাচনী কর্মীসভায় সভাপত্বি করেন লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম পারভেজ প্রধান অতিথি নড়াইল জেলার বিএনপি সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক আলহাজ্ব মনিরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার বিএনপি’র সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু,সহ-সভাপতি মশিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জিকাত হোসেন, মোঃ এনায়েত লস্কর, যুববিষয়ক সম্পাদক তানভীর ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাহেব আলী,লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহব্বায়ক গিয়াস উদ্দিন জুয়েল, সহ-সভাপতি আমিনুল ইসলাম আলহাজ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন দলের ভিতরে কোন বিভাজন থাকবে না। সামনে নির্বাচন মহল্লায় মহল্লায় সংগঠন তৈরি করতে হবে। যেমন মুক্তিযোদ্ধোরা সংগঠন তৈরি করেছিল। এদেশে একটি অপশক্তির নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন স্থানে বেহেস্তের টিকিট বিক্রি করছেন এদিকে কঠোর দৃষ্টি রাখবেন। আপনি যেমন বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন তেমনি আপনার স্ত্রীকে মহিলাদের কাছে ভোট প্রার্থনা করতে বলুন।

