স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। ৫ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে নালকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেসিও-১০৮৫৯ নাঃ সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল অংশ নেয়। তারা সেগুন, গামারী ও কড়াই জাতের মোট ৩২৪ টুকরা কাঠ উদ্ধার করে, যার পরিমাণ ৩৩১.৮৭ ঘনফুট। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার ৭৯৭ টাকা ৫০ পয়সা।
আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

