ঢাকাThursday , 6 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

দলীয় স্বার্থে একই মঞ্চে থেকে কাজ করার কথা নিশ্চিত করেছে খুলনা বিএনপি’র নেতা কর্মীগণ।

দেশ চ্যানেল
November 6, 2025 10:42 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

দলীয় স্বার্থে একই সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তুহিন, মনা, মঞ্জু  অপরদিকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান খুলনার রাজনৈতিক অঙ্গনের সকল নেতা কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাছাড়া তিনি আরো বলেছেন দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অত্যাচারে এবং একনায়কতন্ত্রের কারণে আমরা নির্বাচনী মাঠ থেকে বাইরে ছিলাম, তবে এবার সুযোগ এসেছে জনগণকে সেবা দেবার তাই জনগণের দোরগোড়ায় গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি, সাধারণ মানুষ ও মা মাটি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মহান স্বাধীনতা যুদ্ধে যোদ্ধাদের পাশে থেকে অকুতোভয়ি সৈনিক হিসেবে মনবল জুগিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সর্বদা দলীয় নেতা কর্মী সহ দেশের সাধারণ মানুষের পাশে থাকতেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাই আজও বিএনপি’র সকল নেতাকর্মীগণ দেশের আপামর জনতার পাশে আছে আগামী দিনেও থাকবে।

আসন্ন নির্বাচনে জনগণের সু নিশ্চিন্ত রায় নিয়ে ক্ষমতায় আসলে দেশের সাধারণ জন মানুষেরই সেবা করবে, তারই প্রত্যয়ে  খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে সকল ভেদাভেদ ভুলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে যাতে সাধারণ মানুষের কাছে দল সমালোচিত না হয় । তবে দলীয় অন্তর কোন্দল হিসেবে খুলনার রাজনীতিতে দুই মেরুতে থাকা খুলনা মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতাদের মাঝে চলা মান-অভিমানের এক মৌন কোন্দোল চললেও দলীয় সমর্থিত প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে একসাথেই কাজ করবে এমনটি জানিয়েছেন সাবেক এবং বর্তমান কমিটির নেতাকর্মিগণ প্রচার প্রচারণা চালাচ্ছেন নজরুল ইসলাম মঞ্জুর হয়ে।

এদিকে মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে এখন পর্যন্ত সরাসরি সাক্ষাৎ হয়নি বা কোন কথা হয়নি। দুই পক্ষের সূত্র থেকে এটাও জানা গেছে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পৃথকভাবে পালন করতে যাচ্ছে নগর বিএনপির বিবাদমান দুই পক্ষ। দলীয় সূত্রে আরও জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর থেকে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে রয়েছেন মহানগর বিএনপির দুই পক্ষ। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন। অন্য পক্ষে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগর ও থানা বিএনপির সাবেক নেতাকর্মীরা। গত ৩ বছর ধরে কেন্দ্রীয় ও দিবসভিত্তিক কর্মসূচি পৃথকভাবে পালন করছেন তারা।

এদিকে খুলনা জেলার ৬টি নির্বাচনী আসনের মধ্য খুলনা ২ আসনকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয় সে লক্ষ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সব জল্পনার অবসান ঘটিয়ে নজরুল ইসলাম মঞ্জুর হাতেই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই থেকে উচ্ছ্বাস বিরাজ করছে মঞ্জু শিবিরে। সেই তুলনায় দারুণ হতাশ মহানগর বিএনপির বর্তমান নেতারা। এর মধ্যে গত ১৪ মাস ধরে বিএনপির যে সব নেতা চাঁদাবাজি ও লুটপাটের মতো বিতর্কিত কর্মকান্ডে জড়িত ছিলেন-তারা কিছুটা আতংকিত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা সুস্পষ্ট ভাষায় বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন-সেটাই আমাদের সিদ্ধান্ত। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবো। প্রার্থীর সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে ফোন দেইনি। তিনিও আমাকে কোনো ফোন দেননি।

অপরদিকে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে এখনও তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেনি তবে তার অন্তর্গত নেতাকর্মীগণ মাঠ পর্যায়ে বিভিন্ন চায়ের আড্ডায় সকল ক্ষেত্রে নজরুল ইসলাম মঞ্জুর জন্য দোয়া প্রার্থনা করছে।

তবে তানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, শারীরিকভাবে এখনও অনেক অসুস্থবোধ করায় সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বাইরেও বের হতে পারছি না। তবে দুই পক্ষের মধ্যে বিদ্যমান বিবাদটি মীমাংসার জন্য বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনায় আসলে সবাইকে নিয়ে একসঙ্গে বসার কথা জানিয়েছেন।

দুই পক্ষের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলেছেন দরজা সিদ্ধান্ত নিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি এবং মঞ্জু কার জন্য কাজ করবো আল্লাহর রহমতে জনগণের মেনডেটে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST