আবদুর রহিম: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সড়কের করুণ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, নোয়াখালী ৫ আসনের সড়কের যে অবস্থা, ওবায়দুল কাদের ১৭ বছর ক্ষমতায় থেকে কি করেছেন?
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে বিএনপির গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, আমরা অনেকেই এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আপনারা প্রত্যেকে কাউকে না কাউকে সমর্থন করেছেন। কিন্তু এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আজ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা সবাই এক হয়ে গেলাম।
উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর নোয়াখালী ৫ আসনে এটি ছিল ফখরুল ইসলামের প্রথম আগমন। এ উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে বসুরহাট জিরো পয়েন্টে সমবেত হয়।
বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েতে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌর বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।

