রাজু আহমাদ, মাগুরা।
মাগুরার শালিখা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলমকে অবসর জনিত বিদায়ী উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হোসনে মোবারক, অধ্যক্ষ ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি ইমদাদুল ইসলাম টিকু, শিক্ষক সমিতির সভাপতি ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবুল হোসেন, প্রিন্সিপ্যাল (ভারপ্রাপ্ত) আব্দুর সাত্তার, সহকারি অধ্যাপক কাজী হুমায়ন ইউসুফ।
উপস্থিত ছিলেন, আব্দুর রাব্বু ,পল্লব কুমার সোম, প্রধান শিক্ষক বাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আলী আহসান,আশরাফুল ইসলাম লিটন,সহকারি প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সিজার, মোঃ আবু সেলিম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷ অনুষ্ঠান শেষে অবসর জনিত বিদায়ী শিক্ষা অফিসার কাজী শফিউল আলমকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

