আবদুর রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা আবু ছুফিয়ান।
তিনি এক বিবৃতিতে বলেন, ১নং ওয়ার্ডের বিএনপি পরিবারের সকল ভাই ও বন্ধুরা, আসুন, সকল ভেদাভেদ ও ভুল বোঝাবুঝি ভুলে যাই। কেউ কারও প্রতি কোনো কষ্ট পুষে রাখব না। দলের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হই।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের প্রার্থী জনাব ফখরুল ইসলাম সাহেবের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে হবে। মনে রাখতে হবে, একতাই শক্তি, দেখা হবে রাজপথে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে তারা ইতোমধ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদার করেছেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে ধারাবাহিক সভা ও প্রচারণা চালানো হবে বলেও তারা উল্লেখ করেন।

