রাসেল কবির//মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ছয়টি রাজনৈতিক দল এককভাবে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এদের মধ্যে রয়েছে ইসলামী, জাতীয় ও গণতান্ত্রিক ধারার বিভিন্ন দল, যা এই আসনটিকে দেশের অন্যতম আলোচিত নির্বাচনী কেন্দ্রে পরিণত করেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা মার্কায় মনোনীত করেছে অধ্যাপক আব্দুল জব্বারকে।
বাংলাদেশ খেলাফত মজলিসের ঘড়ি মার্কায় প্রার্থী হচ্ছেন মাওলানা রুহুল আমিন।
গণতন্ত্র মঞ্চ থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন আবু আল রায়হান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কায় মনোনয়ন দিয়েছে রাজিব আহসানকে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি শাপলা কলি মার্কায় প্রার্থী করেছে আবু সাঈদ মুসাকে।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানিয়েছে, ইসলামী দলগুলো—যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস—আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ জোট গঠনের চিন্তাভাবনা করছে। যদি এ জোট গঠিত হয়, তবে বরিশাল-৪ আসনে একক ইসলামী প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট এলাকা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় অঞ্চল হিসেবে পরিচিত। বিভিন্ন দলের প্রার্থী ঘোষণার ফলে ইতিমধ্যেই এলাকায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
স্থানীয় জনমনে আলোচনা চলছে—কোন দল শেষ পর্যন্ত শক্ত অবস্থানে থাকবে এবং কে পাবেন জনগণের আস্থা।

