ঢাকাSunday , 9 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রেস ক্লাবে বিক্ষোভ কর্মসূচি পালিত।

দেশ চ্যানেল
November 9, 2025 10:02 am
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

খুলনা মহানগরীতে আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা ও মারধরেট ঘটনার প্রতিবাদে আজ সকাল ১১ টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা এর উদ্যোগে বিএফইউজে’র সহকারী মহাসচিব, এমইউজে খুলনার সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং এমইউজে খুলনা ও খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক আমার দেশ এর স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি’র উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে খুলনা প্রেসক্লাবে সামনে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। বক্তৃতার শুরুতেই মনা হামলাকারীদের উদ্দেশ্যে ঘৃণিত ভাষায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক সমাজের দর্পণ, যাদের কলমের মাধ্যমে উন্মোচিত হয় অন্যায় অপরাধ ন্যয় নিষ্ঠার কথা যাদের মাধ্যমে আমরা অনেক অজানা ঘটনাকে জানতে পারি, যারা রাষ্ট্রের কাঠামোগতভাবে বলিষ্ঠ ভূমিকা রেখে সরকার তথা সাধারণ মানুষের উপকারে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে , আর সেই সাংবাদিক বা কলম সৈনিকের উপর ঘৃণিত হামলা ও নিকৃষ্টতার কারণে আমি তাদেরকে ধিক্কার জানাই এবং প্রশাসনের সকল শ্রেণীর কর্মকর্তাদের সরাসরি বলতে চাই এ ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অনতিবিলম্বে যে কোন উপায়ে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। একই সাথে গণমাধ্যম কর্মীদের বলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সাংবাদিকদের আমরা সম্পূর্ণভাবে অবমুক্ত করে দেবো কলম সৈনিক হিসেবে যাতে উন্মুক্তভাবে কাজ করতে পারে দেশ ও জনগণের স্বার্থে।

অপরদিকে সাংবাদিক সংগঠনের নেতাকর্মী গণ নেক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন দেশের সকল জায়গায় সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে সমাজে ঘটে যাওয়া সংবাদ প্রকাশ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হচ্ছে।

বিনিময় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ছাড়া আর কিছুই হচ্ছে না, প্রশাসন নিচ্ছে না সঠিক পদক্ষেপ, সরকার ব্যবস্থা করছে না সাংবাদিকদের নিরাপত্তার। এভাবে যদি সাংবাদিকরা একের পর এক লাঞ্ছিত হতে থাকে এবং সন্ত্রাসীদের রাহু গ্রাসে মৃত্যুবরণ করতে হয়,

তাহলে সমাজের ঘটে যাওয়া দুর্নীতি, মাদক সহ বিভিন্ন ধরনের অপকর্মের প্রতিচ্ছবি আর ভেসে উঠবে না জন সম্মুখে স্তম্ভিত হয়ে যাবে সাংবাদিকদের কলম। তাই এই অবস্থার মধ্যে সরকার ও প্রশাসন যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাংবাদিকরা একত্রিতভাবে রাজপথে নামতে বাধ্য হবো এবং সকল অপরাধীদের বিরুদ্ধে প্রকাশ্য-কলম চলবে কলমে আগুন জ্বলবে গণমাধ্যম কর্মীদের এই ঘটনার যদি খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দোষীদের আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা খুলনা তথা সারা দেশের সাংবাদিক সমাজ রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST