মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪নং আধাঐর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সম্ভতপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
নিহত গৃহবধূর নাম মোছাঃ লিপি আক্তার (৩০)। তিনি সম্ভতপুর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে,মোঃ রফিক মিয়ার- স্ত্রী। লিপির পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফেওটাজুরি গ্রামে। তিনি দুই সন্তানের জননী— এক মেয়ে (৭) ও এক ছেলে (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সকালে পরিবারের সদস্যরা ঘরের ভিতরে লিপির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
নিহতের স্বজনদের অভিযোগ, লিপিকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রমাণ করা যায়। তাদের দাবি, ঘটনার পর থেকেই স্বামী রফিক মিয়া, শ্বশুর সিরাজ মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য বরকত আলী বলেন,খবর পেয়ে আমরা বাড়িতে আসি এসে জলন্ত অবস্থায় মরা দেহ দেখতে পাই ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করুক ও ন্যায়বিচার নিশ্চিত করুক।
খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্লাহ বলেন। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

