মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,ইমদাদুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সভাপতি হবিগঞ্জ-৪ আসনের দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “ আমি আপনাদের বলতে চাই,আপনারা যদি ভোটের ব্যবধান বিশাল করতে পারেন ইনশাআল্লাহ মন্ত্রীত্ব এই পদটিও আমি আপনাদের উপহার দেব।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সড়কবাজারে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ ফয়সল বলেন,অন্য দুইজন প্রার্থী ছিলেন আমি তাদের ফোন দিয়ে কথা বলছি উনারাও আমাকে সমর্থন দিয়েছেন।আমি উনাদের দুই প্রার্থীর সমর্থকদের অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে ধানের শীষের জয় নিশ্চিত করি,খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত হলে আমাদের বড় ক্ষতি হবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করতে পারে এবং আমরা সংসদে যেতে পারি, তাহলে মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন হবে। যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
বাঘাসুরা ইউনিয়ন বিএনপির জনসভায় সহিদ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান সাহেব,মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল,সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহ সভাপতি অলি উল্লাহ,সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মামুন,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সদস্য হাবিবুর রহমান মানিক,সাবেক পৌর সভাপতি আঃ আজিজ,মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান ফরিদ, ১ম যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম,জহিরুল ইসলাম সিয়াম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সাদেক মেম্বার,বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট,সদস্য আনোয়ার হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মারুফ,যুবদল নেতা খোকন মিয়া,আবেদ আলী প্রমূখ।

