ঢাকাTuesday , 11 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হত্যা মামলায় ০৩ জনের মৃত্যুদণ্ড, ০৩ জনের যাবজ্জীবন।

দেশ চ্যানেল
November 11, 2025 8:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন (৪৫) হত্যা মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর ) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এ রায় ঘোষণা করেন। মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক থাকায় গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর হবে বলে আদালত জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন,আবুল কালাম ওরফে বাবুল (৩৫), মিশু (৩০) ও মানিক (৩২) এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, দেলোয়ার হোসেন দলু (৬৮), আশিক (৩০) ও মাজেদুর রহমান পিন্টু (৪৬)।

রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত না হওয়ায় শান্ত নামে এক আসামিকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়া দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।

এদিকে ঘটনার বিবরনে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর রাতে গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হোসেন সেদিন এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে চারমাথা মোড়ে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়িভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের বড় ভাই মমিন মামলার বাদী হিসেবে অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তে সিআইডির তৎকালীন ইন্সপেক্টর সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।

রাস্ট্রপক্ষের আইনজীবী পিপি এড. আব্দুল বাছেদ জানান, এই রায়ে তারা সন্তুষ্ট। অপরদিকে আসামীপক্ষের আইনজীবীর বলেন এ রায়ের বিরুদ্ধের তারা উচ্চ আদালতে আপিল করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST