ঢাকাWednesday , 12 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী ও যুবলীগের তিন নেতা গ্রেফতার।

দেশ চ্যানেল
November 12, 2025 6:11 am
Link Copied!

নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে ও আমগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান (৫০), একই গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, এবং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামের মৃত জমির উদ্দিন মণ্ডলের ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল (৫০)।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন,গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গত মার্চ মাসে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তারা এতদিন পলাতক ছিলেন। পলাতক অবস্থায় নিষিদ্ধ সংগঠনের হয়ে সাংগঠনিক কার্যক্রম ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এবং ১৩ নভেম্বর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠন বা অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST