ঢাকাThursday , 13 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ মাধবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা।

দেশ চ্যানেল
November 13, 2025 3:44 am
Link Copied!

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,, ইমদাদুল ইসলাম

মাধবপুর (হবিগঞ্জ), ১২ নভেম্বর ২০২৫:উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাধবপুরের নেতৃত্বে বুধবার ভোর রাতে অবৈধ বালু উত্তোলন ও পাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার চৌমুহনী, অলিপুর, ধর্মঘর, ভান্ডারুয়া ও রসুলপুর এলাকাজুড়ে কঠোর নজরদারি করা হয়।

অভিযানে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। ইউএনও’র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। যারা নিয়ম ভেঙে বালু উত্তোলন বা পাচারের সঙ্গে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এ অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি নেমে এসেছে এবং তারা এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST