মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
“সীরাত জানুন, পুরস্কার জিতুন” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে অনুষ্ঠিত হলো সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
১৫ নভেম্বর শনিবার দুপুর ২টা হতে শুরু হওয়া এ অনুষ্ঠানে পানছড়ি আস-সুন্নাহ ইসলামিক সোসাইটির সভাপতি মুফতি আব্দুল কাদের ওয়াসিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা দলিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মধ্যনগর বাইতুন নুর জামে মসজিদ এর ইমাম মুফতি মহিউদ্দিন সাহেব। এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, সানরাইজ কিন্টার গার্ডেনের শিক্ষক মোঃ শহিদুল ইসলাম শিমু।
পানছড়ি আস-সুন্নাহ ইসলামিক সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক ও ইসলামিক সঙ্গিত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

