স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে পাহাড়ের আবহ তুলে ধরে মনোমুগ্ধকর পরিবেশনায় নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন করা হয়েছে।
১৫ নভেম্বর শনিবার বিকেলে জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় থিম সংয়ের উদ্বোধন করা হয়। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূইয়া উপস্থিত ছিলেন।
এর আগে আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ট্রফি উন্মোচন করে আসরের সূচনা করেন ওয়াদুদ ভূইয়া। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও তিনটহরী স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।

