লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ঐতিহ্যবাহী সিংহগ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা,হবিগঞ্জ আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবি,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন।” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”
তিনি ১৭ নভেম্বর ভোররাতে রাজধানীর নিউরো সায়ন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ আসর সিংহগ্রাম সরকারি প্রাথমিক মাঠে অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের জনগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক সহ প্রায় হাজার হাজার মুসল্লীর সমাবেশ ঘটে। জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) অনুপম দাস অনুপ বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম সালেহ উদ্দিন আহমেদ কে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুম সালেহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবানী দিয়েছেন।প্রদত্ত শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা নামাজের পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পুত্র ডাক্তার মইন উদ্দিন সাঁঁকোর হাতে চেক তুলে দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ।

