মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় তেতুলিয়া সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাংলাবান্দা স্থলবন্দর থেকে চার জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর ) রাতে বাংলাবান্দা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগীতায় ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে। তারা সকলে বাংলাবান্দা স্থলবন্দরে আমদানি, রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাক চালক।
গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া জেলার মানিকচর মিন্টু মিয়া ছেলে হাসান আলী(২০) বগুড়া জেলার থানা বগুড়া ডাকঘর নামুজা পলাশ এর ছেলে মোঃ রাজিব(২৮)বগুড়া জেলা শিবগঞ্জ থানা সাং হরিপুর মানিক এর ছেলে হানিফ( ২০)বগুড়া জেলা শিবগঞ্জ থানার সাং চাদিনা দক্ষিন পাড়া মালেক এর ছেলে সোহেল (৩৫) বাংলাবান্দা স্থলবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিকটিম তরুণী বর্তমান তেতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
জানা যায়, তেতুলিয়া উপজেলার মানসিক ভারসাম্যহীন এক তরুণী (১৯)রাতে পাগলিডাঙ্গি বাজার থেকে ধরে নিয়ে যান।
এরপর বাংলাবান্দা স্থলবন্দর এলাকায় নিয়ে আসেন ৪ জন । ওই তরুণীকে একটি দোকানের পাশে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ওই চার যুবক ওই তরুণীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে। এরপর সকালে অভিযুক্ত চার যুবককে আটক করা হয়। তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃমুসা মিয়া জানান, ওই তরুণীকে ভুল বুঝিয়ে ধর্ষকেরা বাংলাবান্দা স্থলবন্দরে নিয়ে যায়। সেখানে তারা ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
পরে এলাকাবাসীর ফোনে তেতুলিয়া মডেল থানা পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চার জনকে আটক করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোটে প্রেরণ করা হবে।

